শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

সাবেক মুয়াজ্জিনকে চাঁদপুর বড় স্টেশন মসজিদ কমিটির পক্ষে ৫০ হাজার টাকা প্রদান

স্টাফ রিপোর্টার ॥
সাবেক মুয়াজ্জিনকে চাঁদপুর বড় স্টেশন মসজিদ কমিটির পক্ষে ৫০ হাজার টাকা প্রদান

চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মোঃ ইয়াছিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তার চিকিৎসার জন্যে মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।

২২ জুন শনিবার বাদ এশা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ ছৈয়াল বাড়িতে গিয়ে মসজিদের পক্ষ থেকে হাফেজ মোঃ ইয়াছিন মিয়ার হাতে নগদ ওই পরিমাণ অর্থ তুলে দেন চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি সোয়াইবুল সিকদার, সেক্রেটারী হাজী মোঃ জালাল উদ্দীন বাবুল প্রমুখ।

এ সময় মসজিদের ইমাম মুফতি মোঃ সিরাজুল ইসলাম ও মুয়াজ্জিন হাফেজ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

হাফেজ মোঃ ইয়াসিন ৩৫ বছর আল্লাহর ঘর মসজিদে খেদমতের কাজ করেন। পরে তিনি স্বেচ্ছায় অবসরে যান। বার্ধক্যের কারণে অসুস্থতার খবর পেয়ে মসজিদ কমিটি তার চিকিৎসার জন্যে এই অর্থ দিয়েছে এবং সুস্থতার জন্যে সকলের দোয়া কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়