শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০

মাত্র ৬ ঘণ্টায় চাঁদপুর শহরের কোরবানির বর্জ্য অপসারণ

গোলাম মোস্তফা ॥
মাত্র ৬ ঘণ্টায় চাঁদপুর শহরের কোরবানির বর্জ্য অপসারণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য মাত্র কয়েক ঘন্টায় শতভাগ অপসারণ করিয়ে ম্যাজিক দেখালেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। এর জন্যে পৌরবাসীও সহযোগিতা করেছে। মাত্র ৬ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের মতো একটি চ্যালেঞ্জিং কাজ সাফল্যের সাথে শেষ করেছে চাঁদপুর পৌরসভা। গত ১৭ জুন সোমবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলি-গলিতে পশু জবেহ করার বর্জ্য অপসারণ করে পৌর কর্তৃপক্ষ।

ঈদুল আজহার নামাজ আদায় শেষে সোমবার সকাল থেকে ত্যাগের মহিমা ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পৌরসভা সূত্রে জানা গেছে, এ বছর পৌরসভার ১৫টি ওয়ার্ডে কয়েক হাজার পশু জবেহ করা হয়। চাঁদপুর পৌরসভার কোরবানির পশুর বর্জ্য দুপুর ১২টা থেকে অপসারণ কাজ শুরু হয়। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এসব কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করা হয়। এ বর্জ্য অপসারণে পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারীসহ সাড়ে ৩শ’ পরিচ্ছন্নকর্মী দায়িত্ব পালন করেন। বর্জ্য সন্ধ্যা ৬টার মধ্যে শতভাগ অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানান পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ শাহজাহান খান।

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনা ও তদারকিতে পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ শাহজাহান খান বর্জ্য অপসারণ কাজের তদারকি করেন। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলররা স্ব-স্ব ওয়ার্ডে বর্জ্য অপসারণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ শাহজাহান খান বলেন, সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য দুপুর ১২টা থেকে অপসারণের কাজ শুরু করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছি। কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ঈদের দিন পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ৫জন সুপারভাইজার, সাড়ে ৩শ’ পরিচ্ছন্নকর্মী কাজ করেছে। কোরবানির বর্জ্য অপসারণ কাজে ৮টি ট্রাক, ৭০টি ভ্যান ছাড়াও ৩০টি ট্রলি নিয়োজিত ছিলো। মাত্র ৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পর পৌর এলাকাকে দুর্গন্ধমুক্ত রাখার জন্যে পরিচ্ছন্নকর্মীরা রাস্তায় ও ড্রেনে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়। তাৎক্ষণিক সহায়তা দিতে কঞ্জারভেন্সী বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টাই খোলা ছিলো।

সোমবার সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোনো বর্জ্য বা আবর্জনার স্তূপ নেই। মূল সড়কের পাশেও নেই। পূর্ব নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে সন্ধ্যা ৬টায় ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন হয়।

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় বিভিন্ন স্থানে যারা কোরবানি দিয়েছেন, তারাও সচেতন ছিলেন। পৌরবাসী কোরবানির বর্জ্য ড্রেনে না ফেলে রাস্তার পাশে স্তূপ করে রেখেছেন। এতে পরিচ্ছন্নকর্মীরা সহজে বর্জ্য সংগ্রহ করতে পেরেছে। পৌর এলাকা পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে প্রায় সাড়ে ৩শ’ পরিচ্ছন্নকর্মী মাঠে কাজ করেছে। সন্ধ্যার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে পৌরসভা। বর্জ্য অপসারণে পৌরবাসীর সহযোগিতা, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়