শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০

ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা

স্টাফ রিপোর্টার ॥
ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ জুন সোমবার সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার সর্বত্র মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্যানুয়ায়ী পশু কোরবানি করেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই কবরস্থানে ছুটে যান। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান।

সকাল সোয়া ৭টায় চাঁদপুর পৌর ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ হেদায়েত উল্যাহ্, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশারসহ অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের মুসল্লিগণ। নামাজে ইমামতি করেন বাহাদুরপুরের পীর মুফতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।

নামাজ শেষে জেলা প্রশাসকসহ কর্মকর্তাগণ ও পৌর মেয়র মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর জেলা প্রশাসক চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেন এবং কয়েদি ও হাজতিদের খোঁজখবর নেন। তারপর তিনি চাঁদপুর শিশু পরিবারে যান এবং সেখানকার বাচ্চাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়