প্রকাশ : ১০ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক
গতানুগতিক ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল থেকে রূপ নিচ্ছে ‘স্মার্ট ভূমিসেবায়’
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ৮ জুন শনিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁদপুর জেলায় ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরীয়ার, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ হেদায়েত উল্যাহ্, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এবং ২০২২ সালের ‘স্মার্ট বাংলাদেশ’-এর মূল স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয়কে সবসময় বলিষ্ঠ নেতৃত্ব ও বাস্তবমুখী দিক-নির্দেশনা প্রদান করেছেন। ফলে এক সময়ের গতানুগতিক ভূমি ব্যবস্থাপনা আজ ডিজিটাল থেকে রূপ নিচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা’য়। বর্তমানে দেশে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, স্মার্ট ভূমি নকশা, অনলাইনে মর্টগেজ তথ্য যাচাই এবং স্মার্ট ভূমি পিডিয়াসহ ভূমি সংক্রান্ত নানাবিধ কার্যক্রম অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করা যাচ্ছে।