বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২২:৫২

বিএনপি নেতা গোলাম হোসেন ও সলিম উল্ল্যাহ লাভলুর মৃত্যু স্মরণসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

মাহবুব আলম লাভলু
বিএনপি নেতা গোলাম হোসেন ও সলিম উল্ল্যাহ লাভলুর মৃত্যু স্মরণসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুর মৃত্যুতে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য স্মরণ সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণে ৮ নভেম্বর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, মরহুম সলিম উল্ল্যাহ লাভলুর বড়োভাই আহসান হাবীব নান্টু। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসবে-- এটাই আমাদের দাবি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল উদ্দিন মোল্লা হিমেল, যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন পাটোয়ারী, মুরাদ বেপারী, সাবেক প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য নাছির মৃধা, আল আমিন সরকার, পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মমিন সরকার, সাবেক সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক আসলাম প্রধান, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

ক্যাপসন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়