প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২৩:১২
ফরিদগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অতিবৃষ্টি, বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফরিদগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর ও উপজেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার( ৬ নভেম্বর) দুুপুরে প্রায় দুই হাজার কৃষকের মাঝে এসব সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেন প্রমুখ।
|আরো খবর
উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তার মাধ্যমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৫৩০ জন কৃষককে ৮ ধরনের বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, ২০ কেজি সার ও ১০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান হয়। এছাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৫৫০ জন কৃষককে ০১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।