শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৩

লক্ষ্মীপুর ইউনিয়নে আবুল কালাম জমাদারের ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর ইউনিয়নে  আবুল কালাম জমাদারের ক্রীড়া সামগ্রী বিতরণ
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে লক্ষ্মীপুর ইউনিয়নের শিশু কিশোর ও তরুণদের মাঝে ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন স্পোর্টস ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবুল কালাম জমাদার।

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন দেশের প্রবীণ স্পোর্টস্ সামগ্রী ব্যবসায়ী, সমাজসেবক ও চাঁদপুরের কৃতী সন্তান আলহাজ্ব মোঃ আবুল কালাম জমাদার। ৬ নভেম্বর বুধবার বিকেলে বহরিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শিশু-কিশোর এবং তরুণদের মাঝে ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে মধ্যে ছিলো ফুটবল, জার্সি, ক্রিকেট খেলার ব্যাট, বল, স্ট্যাম্পসহ অন্যান্য সামগ্রী। এক সাথে অনেক ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে ইউনিয়নের শিশু-কিশোর এবং যুবকরা। ঢাকা ট্রেড সেন্টার খেলাধুলা সামগ্রী ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ঢাকা ফারুক স্পোর্টসের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আবুল কালাম জমাদারকে ধন্যবাদ জানান এলাকার মুরুব্বীরা। এ বিষয়ে আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম জমাদার বলেন, আমি এই এলাকার সন্তান। এলাকার যুব সমাজকে মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। আজকে ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ীদের পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শিশু কিশোর এবং তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আমি চাই আমার এলাকার সন্তানরা সামাজিক অবক্ষয় থেকে নিজেদের দূরে রাখুক। তারা খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা করুক। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকবো। আজকে এই আয়োজনের জন্যে আমি ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ী এবং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় উপস্থিত ছিলেন ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সাংগঠনিক সম্পাদক দাদন খান, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক ভূঁইয়া, বিএনপি নেতা শাহজাহান বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরু পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ বেপারী, সাধারণ সম্পাদক খোরশেদ মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, বিএনপি নেতা বিল্লাল বেপারী, খোকা খান, যুবদল নেতা মমিন রাঢ়ী, আল আমিন মিয়াজী সুমন, জসিম মৃধাসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়