বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০

অধ্যক্ষ আনম মহিবুল্লাহকে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
অধ্যক্ষ আনম মহিবুল্লাহকে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী শুভেচ্ছা

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা আনম মহিবুল্লাহকে বিদায়ী শুভেচ্ছা বার্তা জানিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। গতকাল বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ মহোদয়ের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা তুলে দেয়া হয়।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়-বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে ঐতিহ্যবাহী দ্বীনি আলোকবর্তিকা প্রতিষ্ঠান হিসেবে ফরিদগঞ্জের ‘চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসা’ সুপরিচিত। শিক্ষকতার মহান ব্রত নিয়ে আপনি এসেছিলেন ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে। সুদীর্ঘ সময় সগৌরবে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এই মাদ্রাসা দেশের ধর্মীয় অঙ্গনে অসংখ্য গুণী মানুষ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনার অসংখ্য শিক্ষার্থী সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ অলংকৃত করে দেশের সেবায় নিয়োজিত আছেন। ইসলামের পথকে সুদৃঢ় করার লক্ষ্যে আপনি অধ্যক্ষের সুমহান দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে আনজাম দিয়েছেন। প্রতিষ্ঠানের উন্নতি ও অগ্রগতিতে আপনার অবদান অনস্বীকার্য। ইসলামের জন্য আপনার ত্যাগ ও ভালোবাসা অনবদ্য। আপনার সুদীর্ঘ প্রাতিষ্ঠানিক কর্মজীবনের সম্মানজনক পরিসমাপ্তিতে আপনাকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমার বিশ্বাস, অবসরে গেলেও আপন কর্মে আপনি হাজার হাজার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবেন।

সম্মানিত বিদায়ী অধ্যক্ষ মহোদয়! কর্মজীবনে আপনার রয়েছে বহুবিধ স্মৃতি ও কীর্তি। আপনি আপনার কর্মজীবনের বাঁকে বাঁকে রেখে গেছেন উজ্জ্বলতার স্বাক্ষর। সুদীর্ঘ নিরলস কর্মজীবনের শেষে এমন বিদায় সত্যিই বেদনার। কিন্তু আমি মনে করি প্রতিষ্ঠান থেকে আপনার অবসর একটি পদ্ধতিগত বিষয় বরং এ সময়ে ইসলামের সেবায় আপনার সুযোগের দ্বার আরোও উন্মোচিত হলো। আল্লাহ তা'আলা আপনাকে সুদীর্ঘ হায়াত দান করুন। আপনার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়