শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০

সাহিত্য ও সংস্কৃতি চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম

-------------------যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান

প্রবীর চক্রবর্তী ॥
সাহিত্য ও সংস্কৃতি চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহ, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার সাথে সাহিত্য ও সংস্কৃতি চর্চা করে যে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, তার বড় উদহারণ সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠানটি। আশা করি উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই ধারায় এগিয়ে আসবে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি কো-কারিকুলামকে এগিয়ে নিতে হবে। কারণ সাহিত্য ও সংস্কৃতি চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। আমি পাশর্^বর্তী চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়টি লেখাপড়াতে যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ক্রীড়া ও সাহিত্যচর্চাতেও উপজেলার গণ্ডি পেরিয়ে জেলা পর্যায়েও আমাদের সুনাম ছড়িয়েছে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়