শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে বাসমতি জাতীয় ‘বিনা-২৫ ধানে’র বাম্পার ফলন

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে বাসমতি জাতীয় ‘বিনা-২৫ ধানে’র বাম্পার ফলন

বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রিকালচার উদ্ভাবিত পাকিস্তানি বাসমতির হুবহু ‘বিনা-২৫’ ধানের বাম্পার ফলন হয়েছে হাজীগঞ্জে। বিশেষ করে কাচ্ছি বিরিয়ানিতে আমরা যে পাকিস্তানি বাসমতি চালের ব্যবহার দেখে আসছি ঠিক সেই চালের আদলে আবিষ্কৃত হয়েছে ‘বিনা-২৫ ধান’। এই ধান গাছের উল্লেখযোগ্য দিক হলো বড় বড় খড়। বড় খড় মানে গো-খাদ্য কৃষক বেশি করে পাবে। বিনা ২৫ ধান চাষে কৃষক সব দিক দিয়ে লাভবান হবে বলে সংশ্লিষ্টরা চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন।

সরজমিনে বিনা-২৫ ধানের জমিতে ঘুরে ও উক্ত ধান চাষীদের সাথে কথা বলে জানা যায়, ধান রোপণের সময় প্রতি গর্তে ২/৩টি ধান রোপণ করার পরে তা থেকে ৩০/৩২টি ধান গাছ জন্মায়। প্রতিটি গাছে ২০৮ থেকে ২১০টি পুষ্ট ধান উৎপাদন হয়। ধান গাছগুলো কোমর সমান লম্বা হওয়ার কারণে প্রচুর খড় হয়। অন্য ধানের চেয়ে বিনা ২৫ ধানের খড় প্রায় দ্বিগুণ বড় হওয়ার কারণে গো-খাদ্য বেশি পাবেন বলে জানান এই ধান চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলিত মৌসুমে বিনা ধান-২৫ আবাদ হয়েছে ১০ হেক্টর প্রদর্শনী প্লটে। প্রতিটি ইউনিয়নে এই উচ্চ ফলনশীল আধুনিক ও প্রিমিয়াম কোয়ালিটির জাতের ধান বড় ও ছোট আকারের প্লটে উৎপাদন হয়েছে। শুকনা আর ফ্রেশ ধান ৬ শতাংশে চার মণ হয়েছে।

বিনা ২৫ ধানের চাষী হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না মাঠের আমির হোসেন, ইব্রাহিম ও মাইনুদ্দিন জানান, এবারে আমরা সরকার থেকে বিনা ২৫ ধানের বীজ পেয়েছি। কৃষি অফিসের পরামর্শে ধান রোপণের সময় প্রতি গর্তে ২/৩টি করে ধান রোপণ করেছি। ২/৩টি ধান থেকে ৩০/৩২টি ধান গাছ পেয়েছি, আবার প্রতিটি ধান গাছের ছড়ায় ২০৮/২১০টি পুষ্ট ধান পেয়েছি। ধান গাছগুলো বড় হওয়ার কারণে গো খাদ্য তথা ‘খের’ বিক্রিতে ভালো দাম পাওয়া যাবে। ধানগুলো চিকন আর লম্বা, যা চাল করলে পাকিস্তানি বাসমতি চালের চেয়ে আরো সুন্দর হবে বলে আমরা নিশ্চিত।

বাকিলা কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার শাহপরান জানান, আমরা বি-২৫ ধানের যে প্রদর্শনী প্লট করেছি, তার প্রতিটি প্লটে দারুণ ফল পেয়েছি। ধানগুলো চিকন, লম্বা ও দেখতে অনেক সুন্দর। কৃষক বেশ খুশি। এবারে যারা বিনা-২৫ ধান চাষ করেছে তারা সামনে এটাই করবে বলে একাট্টা হয়েছে। তবে এবারের সব ধানকে বীজ হিসেবে আমরা সংগ্রহ করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান, বিনা-২৫ আমাদের দেশের গবেষণার ফল। ঠিক পাকিস্তানি বাসমতি ধানের হুবহু ধান এটা। অনেক সুন্দর একটা ধান বিনা ২৫। এবারই প্রথম হাজীগঞ্জে ধানটির চাষ শুরু করেছি আমরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়