মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০

মতলবে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত

মতলব উত্তর উপজেলায় একটি যাত্রীবাহী অটোবাইকের ধাক্কায় সম্রাট হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়। ১ মার্চ শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ মাইজকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট হোসেনের বাড়ি মতলব উত্তর উপজেলার দক্ষিণ মাইজকান্দি গ্রামে। ওই গ্রামের প্রবাসী ছাত্তার মৃধার ছোট ছেলে সে। সম্রাট স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট।

পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টায় বাড়ির কাছাকাছি একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্যে বাড়ি থেকে সড়কের ওপর দিয়ে হেঁটে রওনা দেয় ওই শিশুটি। মসজিদের কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে একটি যাত্রীবাহী অটোবাইক তাকে সজোরে আঘাত করে চলে যায়। এতে তার মাথা, পা ও কোমর রক্তাক্ত জখম হয় এবং সে সড়কে লুটিয়ে পড়ে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্রাটের চাচা শফিকুল ইসলাম মৃধা বলেন, অটোচালকের দায়িত্বহীনতা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যেই তাঁর ভাতিজাকে অকালে চলে যেতে হলো। এটি একটি হত্যাকাণ্ডের মতোই। ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। ওই চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় তাঁর থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়