মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের অভিযাত্রা-২ পর্ব সম্পন্ন

এ বিতর্ক প্রতিযোগিতাটি চাঁদপুরের জন্যে মাইল ফলক

----------জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
এ বিতর্ক প্রতিযোগিতাটি চাঁদপুরের জন্যে মাইল ফলক

দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ (বাস্তবায়ন ২০২৩-২৪)-এর সবচে’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের অভিযাত্রা-২ (তৃতীয় বাছাই) পর্ব সম্পন্ন হয়ছে গতকাল শনিবার সকালে। চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্তের ১৮টি বিতর্ক দল এই পর্বে অংশগ্রহণ করে। তন্মধ্যে ৯টি বিজয়ী দল এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১টি বিজিত দল প্রি-কোয়ার্টার ফাইনাল (অগ্রযাত্রা) পর্বে উন্নীত হয়, যারা পাঁচটি বিতর্ক সভায় আগামী ২ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর রোটারী ভবনে পরস্পর পরস্পরের মুখোমুখি হবে। অগ্রযাত্রা পর্বে বিজয়ী পাঁচটি দল এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিজিত তিনটি দল ৯ মার্চ শনিবার জয়যাত্রা (কোয়ার্টার ফাইনাল) পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।

গতকাল (২৪ ফেব্রুয়ারি ২০২৪) সকাল সাড়ে ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এবং চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে অগ্রযাত্রা-২ পর্ব আয়োজন করা হয়। এতে প্রাপ্ত নম্বরসহ বিজয়ী দলগুলো হচ্ছে : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর (২৭৬), বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুর সদর (২৭১), সুহিলপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ (২৬২), মেহার উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি (২৪৭.৫), বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ (২৪১.৫), হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর (২৩১.৫), শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল (২১৪), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাট, চাঁদপুর (২১৪) ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ (২১৩.৫)। আর হেরে যাওয়া (বিজিত) দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৫৭ নম্বরপ্রাপ্ত দলটি হচ্ছে : লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ, মতলব উত্তর।

এই ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল সোয়া ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় অবস্থিত মিলনায়তনে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক) প্রাণকৃষ্ণ দেবনাথ। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ)-এর সভাপতি কাজী শাহাদাতের সভাপ্রধানে বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ, সিকেডিএফ ও চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা, সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া এবং চাঁদপুর বিতর্ক একাডেমির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিকেডিএফ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদুর রহমান। মঞ্চে উপবিষ্ট ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ এবং শাহরাস্তি সিকেডিএফ সভাপতি নুরুন্নবী চৌধুরী (রবিন)।

প্রধান অতিথি জনাব প্রাণকৃষ্ণ দেবনাথ তাঁর বক্তব্যে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতাকে চাঁদপুরের বিতার্কিকদের জন্যে চমৎকার প্ল্যাটফর্ম এবং এ জেলার বিতর্কের উন্নয়নের ক্ষেত্রে মাইল ফলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি চাঁদপুরকে দেশের মধ্যে বিতর্কের জন্যে উর্বর ও সমৃদ্ধ করার ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিকেডিএফ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি জনাব মাসুদুর রহমানের দাবির প্রেক্ষিতে সিকেডিএফ সভাপতি কাজী শাহাদাত সাবেক বিতার্কিক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ভবিষ্যতে পুনর্মিলনী করার ব্যাপারে সম্মতি ব্যক্ত করেন।

গতকালকের বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন : এএইচএম আহসান উল্লাহ (সহ-সভাপতি, সিকেডিএফ), ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সামীম আহমেদ খান (সভাপতি, বঙ্গবন্ধু লেখক পরিষদ, চাঁদপুর জেলা শাখা), মোঃ মাসুদুর রহমান, মোঃ হানিফ, মুক্তা পীযূষ, শওকত হোসেন, সাইফুল ইসলাম রনি প্রমুখ। মডারেটর ছিলেন জয় ঘোষ ও কাজী আজিজুল হাকিম নাহিন। ফলাফল তৈরি করেন সিকেডিএফ চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ। আলোকচিত্র ধারণ ও সরাসরি সম্প্রচারে ছিলেন আবু সাঈদ কাউসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়