প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফরিদগঞ্জে হৃদয় জমাদার (২৪) নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। ১০ ফেব্রুয়ারি শনিবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৮টার সময় নিজ বাড়িতে বিষপান করলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
হৃদয় জমাদার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের বাবুল জমাদারের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি স্ত্রীর সাথে অভিমান করে নিজ বাড়িতে বিষপান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম ১১ ফেব্রুয়ারি রোববার বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। তিনি কীটনাশক জাতীয় পদার্থ খেয়েছিলেন। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।