প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সাগরিকা এক্সপ্রেসের বগি ফেনীতে লাইনচ্যুত
চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি ফেনীর রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিতি হয়। তবে, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার বিকেল ৪টা ৫০মিনিটের দিকে ফেনী রেল স্টেশনের ৩নং লাইনে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জিআরপি পুলিশ ও যাত্রীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেসের একটি ‘গ’ বগি ফেনী স্টেশনে লাইনচ্যুত হয়েছে।
ফেনী স্টেশন মাস্টার মোঃ হারুন জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেনটির ক্ষতিগ্রস্ত বগি রেখে বাকি ৭টি বগি নিয়ে চট্টগ্রাম রওনা হবে বলেও জানান ওই স্টেশন মাস্টার। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন অনলাইন।