শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সাগরিকা এক্সপ্রেসের বগি ফেনীতে লাইনচ্যুত

অনলাইন ডেস্ক
সাগরিকা এক্সপ্রেসের বগি ফেনীতে লাইনচ্যুত

চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি ফেনীর রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিতি হয়। তবে, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার বিকেল ৪টা ৫০মিনিটের দিকে ফেনী রেল স্টেশনের ৩নং লাইনে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জিআরপি পুলিশ ও যাত্রীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেসের একটি ‘গ’ বগি ফেনী স্টেশনে লাইনচ্যুত হয়েছে।

ফেনী স্টেশন মাস্টার মোঃ হারুন জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেনটির ক্ষতিগ্রস্ত বগি রেখে বাকি ৭টি বগি নিয়ে চট্টগ্রাম রওনা হবে বলেও জানান ওই স্টেশন মাস্টার। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়