প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ডিবি পুলিশের অভিযানে ভেজাল পণ্যসহ অসাধু ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুর শহরে ভেজাল পণ্যসহ এক অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৮ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশ শহরের বিপণীবাগ মিয়াজী মঞ্জিলের নিচতলার একটি কক্ষ হতে ভেজাল পণ্যসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম আফতাব আহামেদ বাবু (৪৫)।
এ সময় আসামীর হেফাজত হতে ১৯০ কৌটা মিষ্টি মরিচের গুঁড়া, ৪০ প্যাকেট গুঁড়া সাবান, ১৫ প্যাকেট আচার, ২০ বোতল লোশন, ৪০টি মিনি প্যাক ফেয়ার এন্ড লাভলী, (সর্বমোট মূল্য অনুমান ২২ হাজার ৯১০ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পুলিশকে জানায়, সে ভেজাল পণ্য বিক্রির উদ্দেশ্যে নিজ বাসায় মজুদ রাখে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় ১৯৭৪ খ্রিঃ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫খ/২৫ গ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
জেলা ডিবি অফিস সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমণ্ডএর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এসআই মঈনুল হোসেন সঙ্গীয় ডিবি পুলিশ ফোর্স বিশেষ এই অভিযান পরিচালনা করে।