প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এবং জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেন ও সিনিয়র শিক্ষক মোঃ আতিকুর রহমান।