প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের মাঝে আলো ছড়িয়ে আসছে
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের মাঝে আলো ছড়িয়ে আসছে। দীর্ঘকাল এ অঞ্চলের মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেও শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, খেলাধুলা ছাড়া দেহ ও মনের পূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারেফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্যসহ সকল শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।