শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জেলা বিএনপির সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

চাঁদপুরবাসীকে বাঁচাতে মাদক ও ট্রাফিক জ্যামের ব্যাপারে সাংবাদিকরা সোচ্চার হোন

-------------------শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরবাসীকে বাঁচাতে মাদক ও ট্রাফিক জ্যামের ব্যাপারে সাংবাদিকরা সোচ্চার হোন

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আলুমুড়া ফারিসা হোটেল এন্ড রিসোর্টে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্যরে অতীত ঐতিহ্য রয়েছে। আমরা দেখেছি আমাদের পূর্ববর্তী রাজনৈতিক নেতা মরহুম আব্দুল করিম পাটোয়ারী, শেখ মতিসহ অন্যরা চাঁদপুরের রাজনৈতিক অঙ্গণে সোহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করে গেছেন। আমাদের আদর্শের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের মতানৈক্য আছে। কিন্তু এক জায়গায় আমরা একমত-এই দেশ ও জনগণ আমার, আমাদের। আমরা যদি দেশ ও মানুষের কল্যাণ মনে রাখতে পারি, তাহলে রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্য, রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা অবশ্যই সম্ভব।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রেসক্লাবের সাথে বিএনপির বা আমার কোনো দূরত্ব নেই। কোনো কোনো ক্ষেত্রে সঠিক প্রটোকল না থাকায় রাজনৈতিক কারণে আমাদের যাওয়া-আসা কম হতে পারে। কিন্তু সামনের দিনগুলোতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি সেভাবে আমরা চলবো।

তিনি চাঁদপুরবাসীকে বাঁচাতে মাদক ও ট্র্যাফিক জ্যামের বিষয়ে সোচ্চার হওয়ার জন্যে সাংবাদিকদের অনুরোধ জানান।

মতবিনিময়কালে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন বলেন, আমরা আমাদের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানাজনের সাথে মতবিনিময় সভা করছি। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি রাজনীতি এবং সাংবাদিকতার অভীষ্ট লক্ষ্য কিন্তু একই। রাজনৈতিক সংগঠনগুলো দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, উন্নয়নের জন্যে কাজ করে। আমরা সাংবাদিকরাও জনগণ ও মানুষের সেবা করি। সুতরাং আমাদের সাথে কারোরই দূরত্ব থাকার কথা নয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সিনিয়র সদস্য মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ফারুক আহম্মদ ও আলম পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ চৌধুরী ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনাওয়ার কানন।

জেলা বিএনপির অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়