প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুরে ইনার হুইলের ১০০ বছর পূর্তি উদযাপন
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে ইন্ট্যারন্যাশনাল ইনার হুইলের ১০০ বছর পূর্তি উপলক্ষে একজন ক্যান্সার রোগীকে নগদ অর্থ, খাবার এবং রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস তৈরির জন্যে কাপড় প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি রেলওয়ে কিন্ডারগার্টেনে ৭ ফেব্রুয়ারি বিকেলে আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে অংশ নেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটাঃ মাহমুদা খানম, সাবেক সভাপতি তাসনুভা রহমান তন্বী ও তাসলিমা সুলতানা মুন্নী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সেক্রেটারী আফরোজা পারভীন, ট্রেজারার নাছরিন আক্তার, আইএসও ফাহমিদা খানম, সদস্য রুবিনা মরিয়ম, খোদেজা বেগম, প্রীতি সাহা, জান্নাতুল ফেরদৌস, মঞ্জু ঘোষসহ অন্য সদস্যরা।
শুরুতে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, আলোচনা ও সবশেষে গান, নাচ এবং বিকেলে সুস্বাদু নাস্তার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।