শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পুলিশ সুপারের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় পুলিশ সুপার

শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা সম্পন্নে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে

স্টাফ রিপোর্টার ॥
শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা সম্পন্নে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে

আসন্ন সরস্বতী পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমণ্ডএর সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজা পরিষদ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি ডাঃ পীযূষ সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মহিলা সম্পাদিকা মাধবী সাহা প্রমুখ।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সকলকে পূজার শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্নে প্রশাসনের করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন। তিনি পূজাকালীন সময় এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনোরূপ সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্যে নেতৃবৃন্দকে অনুরোধ জানান। তিনি শহরের যানজট বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা উপলক্ষে পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, পূজার পরের দিন এসএসসি পরীক্ষা হওয়ায় আয়োজকরা এই বছর তাদের আয়োজন অনেকটা সীমিত করেছেন। তারপরও আমাদের অনুরোধ থাকবে চাঁদপুরে অনুষ্ঠিত সরস্বতী পূজা ও পূজার পরিদিন অনুষ্ঠিতব্য সরস্বতী পূজার ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা পর্বটি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। এজন্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সকলের সহযোগিতা কামনা করেন। পূজার কারণে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেইদিকে পূজা উদযাপন পরিষদ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়