প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আজ কচুয়ায় আসছেন ড. সেলিম মাহমুদ এমপি
আজ শুক্রবার কচুয়ায় আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। তিনি সকাল ১০টায় কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া বিকেল ৩টায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা সমূহে কম্বল বিতরণ ও ৪টায় বিভিন্ন মন্দিরে কম্বল বিতরণ করবেন এবং রাত ৮টায় দুহুলিয়া গ্রামে শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ড. সেলিম মাহমুদ এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম বাবু।