শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অ্যাডঃ মোরশেদ আলমের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
অ্যাডঃ মোরশেদ আলমের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুলের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের সভাপ্রধানে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পালন করেন অ্যাডঃ মাহবুব আলম চিশতী।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ আমানউল্লা-১, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ আহছান হাবীব, অ্যাডঃ মোঃ আবদুল লতিফ শেখ, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ মোঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ মোঃ আবুল কাশেম, অ্যাডঃ শাহআলম-২, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০১৩ সালের ১ আগস্ট যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সদস্য ও এপিপির দায়িত্বে ছিলেন। তার বাবার নাম মোঃ আবিদুর রহমান তালুকদার। স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর উপজেলার দেবপুরে। তিনি ৭ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় দেবপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার স্ত্রীর নাম শাম্মী আক্তার। বুধবার বাদ আসর তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যসহ স্থানীয় এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়