প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে যুবকের মরদেহ উদ্ধার
মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার কাশিমপুর এলাকায় পুকুরের পাড় থেকে শরীফ খান (৩৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টায় ওই এলাকার দেওয়ানজি বাড়ির পুকুরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ওই ব্যক্তির মরদেহ দেখে লোকজন পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরীফের প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি পিকআপ গাড়ি চালাতেন। গত তিন বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে সে স্থানীয় মাদকসেবীদের সাথে জড়িয়ে পড়েন। শরীফ খান পাশর্^বর্তী কচুয়া উপজেলার পৌর এলাকার কোয়া গ্রামের আবদুল আলী খানের ছেলে। শরীফ বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা জানান, যুবকের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে স্টোকের কারণে মারা গেছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।