প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আজ মাতৃপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
আজ ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরীন আক্তার।
অনুষ্ঠানসূচি : অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, গার্ল গাইড দল ও প্রতিযোগীদের ক্রীড়াঙ্গনে পরিভ্রমণ ও অভিবাদন, প্রতিযোগীদের শপথ গ্রহণ, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্য, প্রধান অতিথি কর্তৃক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন ঘোষণা, শারীরিক কসরত প্রদর্শন (ডিসপ্লে), খেলার গতিধারা, পুরস্কার বিতরণ, সভাপ্রধানের বক্তব্য প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরীন আক্তার।