প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কাতারে সুজিত রায় নন্দীকে সংবর্ধনা
অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের রেমিট্যান্স
--------- সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। যারা বিদেশে কাজ করেন, তাঁরা আমাদের দেশের মেরুদণ্ডের মতো। প্রবাসীরা একই সঙ্গে দুটি কাজ করেন। তাদের কষ্টের টাকায় দেশ উপকৃত হয় এবং তাদের নিজের পরিবার উপকৃত হয়। তাই প্রবাসীদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার কাতারের দোহাতে চাঁদপুর সমিতির সংবর্ধনা গ্রহণকালে সুজিত রায় নন্দী এসব কথা বলেন।
কাতার দোহা চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক রহমানের সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিঃ আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ তসলিম শেখ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি প্রবাসী আমান উল্লাহ আমান। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাসুদ শেখ ও গাজী মোঃ ওমর ফারুক।