প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিতরণ
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় প্রকল্পের চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী-২০২৩-এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক-সহ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অংশীজন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নে অভিষ্ট লক্ষ্য অর্জন, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন এবং সরকারের ভিশন বাস্তবায়নে নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে।