শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরে গাড়ি চাপায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
চাঁদপুরে গাড়ি চাপায় নারীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার কুমারডুগীতে রাতের আঁধারে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে ওই এলাকার জাফরবাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের ওই নারী। এ সময় তাকে কোনো একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়।

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি জানান, নিহত এই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়েই সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চেনার কোনো উপায় নেই।

এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়