শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জেলা পুলিশের নৈশভোজে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার ॥
জেলা পুলিশের নৈশভোজে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সম্মানে চাঁদপুর জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে (৫ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

সাংস্কৃতিক সন্ধ্যায় আগত অতিথি শিল্পী এবং পুনাক চাঁদপুরের সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর দেশের গান, মুক্তিযুদ্ধের গান, নাটক ও নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথিবৃন্দসহ অন্যরা উপভোগ করেন। ডিআইজি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং চাঁদপুর জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়