শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরে বাহারি রঙের ফুলকপি দিয়ে এমপিকে অভ্যর্থনা

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বাহারি রঙের ফুলকপি দিয়ে এমপিকে অভ্যর্থনা

চাঁদপুরের হাজীগঞ্জে বাহারি রঙের ফুলকপি দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলামকে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় লাল, বেগুনি ও সাদা ফুলকপি দিয়ে তাকে অভ্যর্থনা জানায় উপজেলা প্রশাসন।

এমন ভিন্নধর্মী অভ্যর্থনা পেয়ে রফিকুল ইসলাম বলেন, আপনাদের এমন ভালোবাসায় সত্যিই আমি অভিভূত। কৃষি প্রধান বাংলার শস্য দিয়েও যে ভালোবাসা দেয়া যায় তা আগে জানা ছিলো না, এভাবেই নিত্য নতুন কিছুতে উদ্ভাবনে বদলে যাবে সব।

বাহারি রঙের ফুলকপি দিয়ে এমপিকে শুভেচ্ছা জানানোকে বেশ ইতিবাচক চোখে দেখছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফরের উপপরিচালক ড. সাফায়াতে সিদ্দিকী।

তিনি বলেন, লাল, বেগুনি ও সাদা এই তিন রঙের ফুলকপি। শুধু অতিথি বরণ নয়, সঙ্গে খাবারের জন্যও বেশ উপযোগী। তাছাড়া পুষ্টিগুণে সমৃদ্ধ বাহারি রঙের এসব ফুলকপি। এবারই প্রথম চাঁদপুরের হাজীগঞ্জের দুজন কৃষক পরীক্ষামূলক এই ফুলকপি চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামী মৌসুম থেকে জেলার অন্য উপজেলাগুলোতেও এমন বাহারি রঙের ফুলকপি চাষ সম্প্রসারণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব উল আলম লিপন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম। সূত্র : সময় সংবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়