শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব উত্তরে মায়া বীর বিক্রম এমপির জন্মদিন পালিত

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে মায়া বীর বিক্রম এমপির জন্মদিন পালিত

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্মদিন পালিত হয়েছে। শনিবার ৩ ফ্রেব্রুয়ারি বিকেলে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভার উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয়ে ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষ আলোচনা সভা, কেক কাটা ও মিলাদের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, উপজেলা যুবলীগ নেতা সমীর চৌধুরী, খোরশেদ আলম, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন রনিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আমাদের গর্ব। তার মতো একজন জাতীয় নেতা আমাদের কাছে পেয়ে আমরা ধন্য। তিনি হচ্ছেন মতলবের রূপকার। মতলবে যত বড় উন্নয়ন হয়েছে তা মায়া ভাইয়ের অবদান।

তারা আরো বলেন, মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন গজারিয়া-মতলব সেতুর কাজ মায়া ভাইয়ের হাত দিয়েই হবে। কিছু দিনের মধ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আমরা তার জন্যে দোয়া করি, তিনি যাতে সুস্থ থেকে মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়