প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সাংবাদিকতা ও সমাজসেবায় অবদান রাখায়
জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের তিন কর্মকর্তাকে লোটাস বাডের সম্মাননা
মতলব দক্ষিণ উপজেলার জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের তিন কর্মকর্তাকে সাংবাদিকতা ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় সম্মাননা জানালেন মতলব দক্ষিণের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বাড চ্যারিটি ফোরাম। ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় কচি-কাঁচা শিশু মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন, সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ও শিক্ষক মুহাম্মদ আক্তার হোসেন।
এ সময় সংগঠনের সহ-সভাপতি ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, সদস্য ও মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও
জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আরিফ বিল্লাহ, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সদস্য আশরাফুল জাহান শাওলিন, লোটাস বাড-এর সাধারণ সম্পাদক বশির আহমেদ মৃধাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোটাস বাড চ্যারিটি ফোরামের সভাপতি নাজমুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা ফোরামের সামাজিক বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোনো প্রয়োজনে ফোরামের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।