প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলব উত্তর থানায় ওসি হিসেবে মোহাম্মদ শহীদ হোসেনের যোগদান
মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন যোগদান করেছেন। ২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে মোহাম্মদ শহীদ হোসেন রাঙ্গামাটি জেলা ডিবির ওসির দায়িত্ব পালন করেন। এছাড়াও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি রাজধানীর সূত্রাপুর থানার রোকনপুর কলতাবাজার এলাকায়। তিনি সেখানে ১৯৮০ সালের ১১ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমকম (ব্যবস্থাপনা) বিভাগে অধ্যয়ন করেছেন। বিকম শেষ করে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় যোগদান করে কর্মজীবন শুরু করেন। এরপর ঢাকা এয়ারপোর্ট, চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এবং একই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন সাংবাদিকদের বলেন, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত এবং নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।