প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সুজিত রায় নন্দীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা জননেতা ড. মুহাম্মদ শামসুল হক ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান জননেতা সুজিত রায় নন্দী।
এক শোক বার্তায় সুজিত রায় নন্দী বলেন, এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে চাঁদপুরবাসী তথা আওয়ামী পরিবারের মাঝে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোনো কিছুর বিনিময়ে পূরণ হবার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।