রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে

স্টাফ রিপোর্টার ॥
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪ জানুয়ারি রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রক্ষার্থে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসক কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

পুলিশ সুপার চাঁদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসককে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উপ-পরিচালক পদে পদোন্নতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়