প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফিশারী মসজিদের ইমামের ইন্তেকাল ॥ ইমাম সমিতির দোয়ানুষ্ঠান
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বাইতুন নাজাত ফিশারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহজাহান (৬৯) আর বেঁচে নেই। তিনি টেকনিক্যাল খলিফা বাড়িতে ভাড়া বাসায় ১৪ জানুয়ারি রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে জিকির অবস্থায় ইন্তেকাল করেছেন বলে মোহাম্মদ মোক্তার আহমেদ আবদাল রিয়াদ (মরহুমের ৩য় ছেলে) সাংবাদিকদের নিশ্চিত করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। হাফেজ শাহজাহান ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন ৪৭ বছর ৩ মাস। মসজিদের মুসল্লি শামছুল আলম মানিক জানান, ইমাম সাহেব হুজুর শনিবার মসজিদে এশার নামাজ পড়িয়ে গেছেন। আমরা পরদিন (রোববার) জোহর নামাজের পর শুনি তিনি ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজা আজ সোমবার সকাল ৯টায় ফিশারী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৭ মেয়ে ৪ ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাজা শেষে মসজিদের পাশেই তাঁকে দাফন করা হবে।
জাতীয় ইমাম সমিতির দোয়া অনুষ্ঠান : চাঁদপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার রোববার বাদ আছর চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদে বাইতুন নাজাত ফিশারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহজাহানের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া পাটওয়ারী বাড়ি জামে মসজিদে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুস সালাম এর আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের শোক
বাইতুন নাজাত ফিশারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। তিনি শোকবার্তায় বলেন, মরহুম ফিশারী মসজিদে ৪৭ বছর ইমামতির দায়িত্ব পালন করে বেশ সুনাম অর্জন করেছেন। আমি তার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।