প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর লঞ্চঘাটে খাড়া সিঁড়িতে যাত্রী দুর্ভোগ
ছবির দৃশ্যটি চাঁদপুর লঞ্চঘাটের। বিশ্বব্যাংকের অর্থায়নে এখানে চলছে প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ কাজ। এ কারণে উত্তর পাশে পণ্টুন সংযুক্ত এই সিঁড়িটি যাত্রী ওঠানামার জন্যে বিকল্প হিসেবে তৈরি করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। কিন্তু শুষ্ক মওসুম হওয়ায় মেঘনার পানির স্তর নিচে নেমে যাওয়ায় লঞ্চঘাটের গুরুত্বপূর্ণ এই পণ্টুন-সিঁড়িটি অনেকটাই খাড়া হয়ে আছে। এমন পরিস্থিতিতে যাত্রী সাধারণকে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামায় চরম বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারী যাত্রীদের অসুবিধা হচ্ছে বেশি। বিষয়টিতে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী লঞ্চযাত্রীগণ। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।