রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

খালেদা জিয়া, দলের মহাসচিবসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি

নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে চাঁদপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে চাঁদপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ

নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে চাঁদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে ডিসি অফিস সম্মুখস্থ সড়ক, মিশন রোড, মাতৃপীঠ স্কুল মোড়, হাজী মহসিন সড়ক, বিপণীবাগসহ বিভিন্ন মার্কেট, পাড়া-মহল্লায় ভোটারদের মাঝে ধন্যবাদ জ্ঞাপন সম্বলিত এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপির নেতৃবৃন্দ ৭ তারিখের ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের মহাসচিব ও শীর্ষ পর্যায়ের রাজবন্দীদের ও ফরিদগঞ্জের কৃতী সন্তান কারাগারে আটক এমএ হান্নানেরও মুক্তি দাবি জানান।

কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় অ্যাডঃ সেলিম জানান, ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে আমরা চাঁদপুরেও লিফলেট বিতরণ করেছি।

চাঁদপুর জেলা বিএনপি বুধবার দুপুরে শহরের বিভিন্ন রোডসহ পাড়া-মহল্লায় ভোটারদের মাঝে ধন্যবাদ জ্ঞাপন সম্বলিত এ লিফলেট বিতরণ করা হয়।

এদিকে একই কর্মসূচিতে ১০ জানুয়ারি বুধবার গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনে ভোট বর্জন করায় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেন চাঁদপুর জেলা যুবদল। চাঁদপুর শহরের স্ট্র্যান্ডরোড, পালের বাজার, বকুলতলা লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী, শাহজাহান কবির খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মাতাব্বর, মোক্তার আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান জুয়েল, দফতর সম্পাদক মাসুদ, সহ-দফতর রাসেল খান পায়েল, কর্মসংস্থান সম্পাদক আবু আহমেদ, সহ-কর্মসংস্থান সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, জুলহাস আহমেদ জুয়েল, জিয়াউর রহমান টিটু, সদর উপজেলা যুবদলের সিনিয়র সদস্য নাসির গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইউম খান, মাহবুব মুন্না, সুমন বেপারী, কামরুল ইসলাম সোহেল, পৌর যুবদলের সিনিয়র সদস্য আলমগীর শেখ, আল-আমিন, সাইফুল ইসলাম মাল, আবুল বাশার, মাইনুদ্দিন খোকনসহ চাঁদপুর জেলা যুবদল, সদর উপজেলা যুবদল এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়