রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

অ্যাডঃ মজিবুল হক মৃধার মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
অ্যাডঃ মজিবুল হক মৃধার মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও আইনজীবী ফেডারেশন চাঁদপুরের সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ মজিবুল হক মৃধা (আকবরী)-এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি সোমবার সকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স পালিত হয়। এ সময় বিচার বিভাগের বিচারকসহ আইনজীবীরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ হেদায়েতুল্লাহ।

জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স শেষে দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ মোঃ কাইউম মোল্লা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম রফিকুল হাসান রিপনের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ আমানুল্লাহ (১), অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাডঃ জসীমউদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ আব্দুর রহমান, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী, অ্যাডঃ শাহ আলম (৩), অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ শহীদুল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ জসীমউদ্দীন প্রধান, অ্যাডঃ গাজী দুলাল মিয়া, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ মোঃ শাহআলম ফরাজী প্রমুখ। শোকসভা শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আলহাজ্ব অ্যাডঃ মোঃ মজিবুল হক মৃধা (আকবরী) সোমবার ৮ জানুয়ারি ভোর ৫টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর।

সোমবার বাদ আসর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা আইনজীবী সমিতির আইনজীবীসহ মুসল্লি ও এলাকাবাসীরা অংশ নেয়। পরে তাকে বাসস্ট্যান্ড কবরস্থানে দাফন করা হয়।

মজিবুল হক মৃধা ১৯৯১ সালের ১৬ অক্টোবর চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি এই সমিতির সদস্য হিসেবে ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়