প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পৌর এলাকার উত্তর কাছিয়াড়া গ্রামের হাজী করিম বক্স পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আবু বকর ওই বাড়ির ফয়সাল আহমেদ পাটওয়ারীর একমাত্র ছেলে।
শিশু আবু বকরের বাবা জানান, সকালে তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলো। এ সময় পরিবারের লোকজনের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একমাত্র ছেলে আবু বকরকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।