প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংসদ সদস্য হলেন ১২ চিকিৎসক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ১২ চিকিৎসক। এদের মধ্যে ১১ জন জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার রাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
যেসব চিকিৎসক নির্বাচিত হয়েছেন- ১. চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (আওয়ামী লীগ), ২. সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ (আওয়ামী লীগ), ৩. নরসিংদী-২ আসনে ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ), ৪. কিশোরগঞ্জ-১ আসনে ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ) ও ৫. সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ)। ৬. কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত (আওয়ামী লীগ) ৭. বগুড়া-৭ আসনে ডাঃ মোস্তফা আলম নান্নু (আওয়ামী লীগ), ৮. যশোর-২ আসনে ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন (আওয়ামী লীগ), ৯. নাটোর-৪ আসনে ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামী লীগ), ১০. চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ), ১১. মেহেরপুর-২ আসনে ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (আওয়ামী লীগ) ও ১২. কুড়িগ্রাম-২ আসনে ডাঃ হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র)। সূত্র : জাগো নিউজ।