প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুরে ভারতীয় নির্বাচন কমিশনের মহাপরিচালকের ভোটকেন্দ্র পরিদর্শন
‘স্মার্ট প্রযুক্তির কারণে ভোট দেয়া সহজ হয়েছে’
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতের নির্বাচন কমিশনের মহাপরিচালক নারায়ণ বালা শুব্রমনিয়ান। ৭ জানুয়ারি নির্বাচনের দিন সকালে চাঁদপুর-৩ সদর আসনের চাঁদপুর সরকারি কলেজ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বেশ ক'টি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, সংবাদকর্মী ও ভোটারদের সাথে কথা বলেন। পাশাপাশি নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এ সময় ভোটকেন্দ্রের বিভিন্ন বিষয়ে জানতে চান। সকলের মাঝে একটাই কথা ছিলো ‘স্মার্ট প্রযুক্তির কারণে ভোট দেয়া সহজ হয়েছে’। আর তাই কোনো ভোটকেন্দ্রেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়নি। কারণ সবচে’ দ্রুততম সময়ে ভোটারদের ভোট দেয়া হচ্ছে। কোনো ভোটার তার ভোটার তথ্য সহজেই খুঁজে পাচ্ছেন। এতে করে ভোগান্তি হচ্ছে না। তিনি এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতসহ অনেকে।