প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
পাশাপাশি আলোচিত সেই দুই প্রার্থী!
নির্বাচনী মাঠের চরম শত্রু ফলাফল ঘোষণাকালে ভবিষ্যতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবেন বলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন। হাজীগঞ্জ ও শাহরাস্তি আওয়ামী লীগের মধ্যে কোনো বৈরিতা থাকবে না আর, একত্রে কাজ করে চলবেন সুসংগঠিত করার প্রত্যয়ে-এমনটাই ব্যক্ত করেন উভয়ে। গতকাল ৭ জানুয়ারি বোরবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাজীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণাকালে সবার সরব উপস্থিতিতে এই দুই প্রার্থী পাশাপাশি বসেন। উপজেলার ৮৮ কেন্দ্রের ফলাফলে অর্ধেকের বেশি কেন্দ্রের ফলাফল চলে আসার পরপর নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন পাশাপাশি বসেন। এক পর্যায়ে গাজী মাঈনুদ্দিন সুষ্ঠু আর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করে বলেন, আমি স্যারকে (মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম)কে অভিনন্দন জানাই।