রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

৫ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স

প্রবীর চক্রবর্তী ॥
৫ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স

৫ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১৮টি কেন্দ্রে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছানো হয়েছে। ৬ জানুয়ারি শনিবার দুপুর থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমে স্ব স্ব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী নিয়ে যায়। এ সময় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার বাহিনীর লোকজন এসব কেন্দ্র পর্যায়ে নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন।

সহকারী রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, ভোটের দিন ভোর থেকে প্রতিটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার পৌঁছানো হবে। এদিকে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৬০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩৬৮ জন। পৌরসভা এবং ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১১৮টি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়