রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

শীতার্তদের মাঝে চাঁদপুর চেম্বার অব কমার্সের ৩০০ কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
শীতার্তদের মাঝে চাঁদপুর চেম্বার অব কমার্সের ৩০০ কম্বল বিতরণ

গরিব-দুঃখী ও শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ৬ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টায় পুরাণবাজার চেম্বার ভবন থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এফবিসিসিআই’র একাধিকবারের সাবেক পরিচালক ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।

এ সময় তিনি বলেন, এফবিসিসিআইর সহযোগিতায় আজকে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে তিন শতাধিক শীতার্তের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ অসহায়দের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক মোহাম্মদ আলী মাঝি, পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, আলহাজ্ব মোঃ লিয়াকত পাটওয়ারী, রেজওয়ানুর রহমান রিজু, নাজমুল আলম পাটওয়ারী প্রমুখ।

কম্বল বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল। তাকে সহযোগিতা করেন চেম্বারের স্টাফ গোপাল চন্দ্র দাস, মনির হোসেন, হাবিবুর রহমান ও কমিউনিটি পুলিশ অঞ্চল-২-এর সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়