রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-২ আসনে ১শ’ ৫৫ কেন্দ্রে সাড়ে চার লক্ষাধিক ভোটার

কে হাসবে বিজয়ের হাসি, কার গলায় পড়বে মালা

রেদওয়ান আহমেদ জাকির ॥
কে হাসবে বিজয়ের হাসি, কার গলায় পড়বে মালা

আজ ৭ ডিসেম্বর চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর ও দক্ষিণ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দি¦তা করছেন পাঁচজন সংসদ সদস্য প্রার্থী। তবে দুজনের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। এঁরা হচ্ছেন : ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান। দেখার অপেক্ষা, কে হাসবে বিজয়ের হাসি, কার গলায় পড়বে মালা।

আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ১শ’ ৫৫ কেন্দ্রের ৯শ’ ১৯টি কক্ষে ভোট দিবে চার লাখ ৬৭ হাজার ৩শ’ ১৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬শ’ ৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ২৮ হাজার ৬শ’ ৪৩ জন এবং হিজড়া ভোটার দুইজন। দুটি উপজেলার দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করছেন পাঁচজন প্রার্থী।

গত ৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃক প্রকাশিত’ গেজেটে চাঁদপুর-২ আসনে কেন্দ্র ভিত্তিক ভোটার সংখ্যা থেকে দেখা যায়, মতলব উত্তর উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ৩শ’ ১২ জন। যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ৩৯ হাজার ৫শ’ ৭৯ জন, মহিলা ভোটার এক লাখ ৩৩ হাজার ৭শ’ ৩২ জন, হিজড়া ভোটার একজন এবং কেন্দ্র সংখ্যা ৯৮টি। এই উপজেলার ছেংগারচর পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৬শ’ ৫ জন এবং ভোট কেন্দ্র ১৩টি, যার মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ১শ’ ৭৯ জন ও মহিলা ভোটার ১৬ হাজার ৪শ’ ২৬জন। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে কলাকান্দা ইউনিয়নে। মোট ভোটার ১০ হাজার ২শ’ ৬জন এবং কেন্দ্র সংখ্যা ৪টি। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ১শ’ ৮৩ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ২৩ জন।

অপরদিকে ফরাজীকান্দি ইউনিয়নে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। মোট ভোটার ৩৩ হাজার ১শ’ ৬৮ জন এবং কেন্দ্র সংখ্যা ১৩টি। যার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯শ’ ৯৮ জন, মহিলা ভোটার ১৬ হাজার ১শ’ ৬৯ জন এবং হিজড়া ভোটার একজন। এছাড়াও মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৩শ’ ৮৩ জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭শ’ ৫৯ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৬শ’ ২৩ জন। বাগানবাড়ী ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৫শ’ ৬১জন এবং কেন্দ্র সংখ্যা ৭টি। যার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ’ ৩৬জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯শ’ ২৫ জন।

সাদুল্লাপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৮শ’ ৫ জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫শ’ ৭৭জন এবং মহিলা ভোটার ৯ হাজার ২শ’ ২৮ জন। দুর্গাপুর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৮শ’ ৬৮ জন এবং কেন্দ্র সংখ্যা ৭টি। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩শ’ ১৮জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৫শ’ ৫০ জন। মোহনপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৮শ’ ৮৪ জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৩৬ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ১শ’ ৪৮ জন। এখলাছপুর ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৭শ’ ২২ জন এবং কেন্দ্র সংখ্যা ৪টি। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯শ’ ৭১জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৭শ’ ৫১ জন।

জহিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৩শ’ ৭৮ জন এবং কেন্দ্র সংখ্যা ৩টি। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮শ’ ১৩জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৫শ’ ৬৫ জন। ফতেপুর পূর্ব ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ১শ’ ৯৭ জন এবং কেন্দ্র সংখ্যা ৭টি। যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১শ’ ৯৬ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ১ জন। ফতেপুর পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ১শ’ ৯৫ জন এবং কেন্দ্র সংখ্যা ৮টি। যার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩শ’ ৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৮শ’ ৯১ জন। ইসলামাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭শ’ ৯ জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪শ’ ৭জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৩শ’ ২ জন। সুলতানাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ১শ’ ৭ জন এবং কেন্দ্র সংখ্যা ৫টি। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১শ’ ৮৫জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯শ’ ২২ জন এবং গজরা ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৫শ’ ২৫ জন এবং কেন্দ্র সংখ্যা ৩টি। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩শ’ ১৭জন এবং মহিলা ভোটার ৫ হাজার ২শ’ ৮ জন।

এদিকে মতলব দক্ষিণ উপজেলার একটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ৯৪ জন, মহিলা ভোটার ৯৪ হাজার ৯শ’ ১১ জন, হিজড়া ভোটার একজন এবং কেন্দ্র সংখ্যা ৫৭টি। এই উপজেলার মতলব পৌরসভায় মোট ভোটার ৫৩ হাজার ১শ’ ৯৮ জন এবং ভোট কেন্দ্র ১৪টি, যার মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৫শ’ ৫২ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৬শ’ ৪৬জন। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে। মোট ভোটার ১৭ হাজার ৬শ’ ৯৬জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯শ’ ৫৭ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৭শ’ ৩৯ জন। অপরদিকে নারায়ণপুর ইউনিয়নে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। মোট ভোটার ৩৪ হাজার ৭শ’ ৫৮ জন এবং কেন্দ্র সংখ্যা ১১টি। যার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১শ’ ৬৯ জন, মহিলা ভোটার ১৬ হাজার ৫শ’ ৮৯ জন।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৭শ’ ৮৮ জন এবং কেন্দ্র সংখ্যা ৭টি। যার মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬শ’ ২৬জন এবং মহিলা ভোটার ১১ হাজার ১শ’ ৬১ জন এবং হিজড়া ভোটার একজন। খাদেরগাঁও ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৪শ’ ৭০ জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুুরুষ ভোটার ৯ হাজার ৭শ’ ৪৪ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৭শ’ ২৬ জন। উপাদী উত্তর ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৬শ’ ৩৬ জন এবং কেন্দ্র সংখ্যা ৭টি। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬শ’ ৭৬জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৯শ’ ৬০ জন এবং উপাদী দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৪শ’ ৬০ জন এবং কেন্দ্র সংখ্যা ৬টি। যার মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৭০ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৯০ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়