রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

আজ জাতীয় সংসদ নির্বাচন : চাঁদপুরের পাঁচ আসনে প্রার্থী ৩০

চারটিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ঈগল ॥ নৌকার প্রার্থীরাই বিজয়ের হাসি হাসার সম্ভাবনা

মিজানুর রহমান ॥
আজ জাতীয় সংসদ নির্বাচন : চাঁদপুরের পাঁচ আসনে প্রার্থী ৩০

সারাদেশের ন্যায় আজ চাঁদপুরের ৫টি আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪। আজ ৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। ভোট নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠারও কমতি নেই। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন তথা চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার। এখন কেবল ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি, ভোট প্রদান ও ফলাফল কেমন হয় এর জন্য অপেক্ষা।

এদিকে বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আজ নির্বাচনের দিনসহ সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে তারা। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমমনা দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করার জন্য শক্ত অবস্থান নিয়েছে।

চাঁদপুরের পাঁচটি আসনে ৩০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য নির্বাচনী মাঠে আছেন। পাশাপাশি জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি, জাকের পার্টিসহ অন্যান্য দলও আছে প্রতিদ্বন্দ্বিতায়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের পাঁচটি আসনে ৮ উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১লাখ ১২ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১০লাখ ৪৪ হাজার ৩২জন। মোট ভোট কেন্দ্র ৭০০। মোট ভোট কক্ষ ৪২৬৪ টি, স্থায়ী কক্ষ ৪০৮৭টি, অস্থায়ী ১৭৭টি।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ভোট কেন্দ্র ১০৯টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) আসনে ১৫৫টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮টি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ভোট কেন্দ্র ১৫৩টি।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩২৫৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬৯৩৩১ জন, নারী ভোটার ১৫৬৪২৮ জন। ভোট কেন্দ্র ১০৯, প্রার্থী ৩ জন।

আওয়ামী লীগ মনোনীত ড. সেলিম মাহমুদ (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোঃ সেলিম প্রধান (চেয়ার) ও জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (মশাল)।

চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনে মোট ভোটার সংখ্যা ৪৬৭২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩৮৬৩৪ জন এবং নারী ভোটার ২২৮৫৯৪ জন। ভোট কেন্দ্র ১৫৫। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (নৌকা), স্বতন্ত্র এম ইসফাক আহসান (ঈগল), জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া (লাঙ্গল), জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার (মশাল) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা)।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে মোট ভোটার সংখ্যা ৫,০৮,৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৬৩,৮৯৩ জন। নারী ভোটার ২,৪৫,০৩৯ জন। একটি পৌরসভা, ২টি উপজেলা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন। তারা হলেন আওয়ামী লীগের আলহাজ্ব ডাঃ দীপু মনি (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মোঃ রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মোঃ মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু জাফর মোঃ মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ মিজানুর রহমান পেয়েছেন (ফুলের মালা) ও জাকের পার্টির মোঃ কাওছার মোল্লা (গোলাপ ফুল)।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনটি ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩,৬৯,১২৯ জন। পুরুষ ভোটার ১,৯২,৭৬৮ ও নারী ভোটার ১,৭৬,৩৬১ জন। ৯ জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ড. মুহাম্মদ শাহজাহান (নোঙর), জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ (লাঙ্গল), স্বতন্ত্র জালাল আহমেদ (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির আবদুল গনি (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা) ও তৃণমূল বিএনপির মোঃ আবদুল কাদের (সোনালী আঁশ)।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মোট ভোটার ৪,৮৫,৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪৭,৯৫১ ও নারী ভোটার ২,৩৭,৬১০ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম (নৌকা), গাজী মোঃ মাঈনুদ্দিন (ঈগল), মোঃ শফিকুল আলম (ট্রাক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার), বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি)।

চাঁদপুরে পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামী লীগের ড. সেলিম মাহমুদ। তাঁর আসনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এরপর সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডাঃ দীপু মনি। তাঁর আসনে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করলেও তাঁর পৈত্রিক বাড়িসহ তাঁর রাজনৈতিক বিচরণসহ সবকিছু ফরিদগঞ্জে হওয়ায় চাঁদপুর সদর ও হাইমচরবাসী তাঁকে তেমনভাবে গ্রহণ করছেন না। তাছাড়া চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় তাঁর তেমন কোনো অবদানও নেই। তারপরও দীপু মনির সাথে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ঈগলের প্রার্থী। অন্য তিনটি আসনে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী। তারপরও সব হিসেব-নিকেশ কষে বলা যায় পাঁচটিতেই নৌকার প্রার্থীরা বিজয় লাভ করবেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা জানান, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫টি আসনে সেনাবাহিনী ১০ প্লাটুন, বিজিবি ১৪ প্লাটুন, র‌্যাব ৫ প্লাটুন এবং প্রত্যেক কেন্দ্রে আনসার ও বিডিপির স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। এছাড়াও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ৩০জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনে আছেন ১০জন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার ৫টি আসনে পুলিশ সদস্যরা কাজ করছে। যথেষ্ট পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন আছে। এখন পর্যন্ত জেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত নির্বাচনী আচরণবিধিমালা প্রতিপালনের মাধ্যমে নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। প্রত্যেকটি আসনের নির্বাচন সংশ্লিষ্টদেরকে নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ ও সার্বিক দিক নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে সব দল অংশ গ্রহণ করতে পারে সে জন্য তফসিল ঘোষণার বেশ আগে থেকেই উৎসাহ দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ লক্ষ্যে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথেও দফায় দফায় আলাপ-আলোচনা করেছে দেশগুলো।

কিন্তু নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেয়ায় নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি ও তাদের সমমনা দলগুলো। ফলে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোটাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জের জাতীয় নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচন কমিশনের অধীন আজকের নির্বাচনে ভোটের মাঠে আওয়ামী লীগ আর নির্বাচন বর্জন করে আন্দোলনে আছেন বিএনপি। ২০২৪ সাল কোন দিকে যায় সেই দিকে তাকিয়ে চাঁদপুরসহ দেশবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়