রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

নির্বাচিত হলে গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলার সমাধান করবো

---------------------------স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

শামীম হাসান ॥
নির্বাচিত হলে গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলার সমাধান করবো

ফরিদগঞ্জের মানুষের অসম্মান, অপমান এবং নানাভাবে তাদের অধিকার হরণের বিরুদ্ধে আমি ঈগল প্রতীক নিয়ে এসেছি। মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ডের সুবিধাভোগীদের যারা হুমকি দিচ্ছেন আমি স্পষ্টভাবে বলতে চাই, ৭ জানুয়ারির নির্বাচনের পর এ ধরনের কোনো অপকর্ম ফরিদগঞ্জের মাটিতে কেউ চালাতে পারবে না। এ ধরনের সুবিধা কারো বাপের টাকায় দেয়া হয় না। এসব সুবিধা দেয়া হয় জনগণের ট্যাক্সের টাকায়। তিনি বলেন, আমার নির্দেশে আমার জানা মতে কারো বিরুদ্ধে মামলা করা হয়নি। কিন্তু দলের লোকের বিরুদ্ধে, অপর দলের লোকের বিরুদ্ধে যেসব গায়েবী মামলা দেয়া হয়েছে, আমি নির্বাচিত হলে এসব গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করে এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমাধান করবো। বিএনপি-জামাতের ভাইয়েরা! আমার ইঙ্গিতে বা নির্দেশে কোনো মামলা হয়নি। তিনি বলেন, খেলা পাইছেন...আপনাদের বাপের জমিদারি, ফরিদগঞ্জে অন্য কেউ থাকতে পারবে না। আমি বিজয়ী হলে এ ধরনের কাজ যারা করেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া হবে। তুই বিএনপি, তুই জামাত, তুই ভূঁইয়ার লোক এ ধরনের কথা যারা বলে তারা সাবধান। সুষ্ঠু ভোটের মাধ্যমে যাতে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, রুহুল আমিন রুবেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়