রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর-৩ ও ৪ আসনের ঈগলের প্রার্থী কি তাহলে বিএনপি-জামাতের উপরই ভর করলেন?!

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর-৩ ও ৪ আসনের ঈগলের প্রার্থী কি তাহলে বিএনপি-জামাতের উপরই ভর করলেন?!

অবশেষে সত্য বের হয়ে আসলো। বিএনপি-জামাতের ভোটাররাই তার ভরসা। বিএনপি-জামাতের উপর ভর করেই তিনি নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন! বিএনপি-জামাতের জন্য তিনি কিছুটা মায়াকান্নাও দেখালেন। ঠিক বিএনপি-জামাতের সুরেই তিনি ‘গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানি মামলা’ বলে তাদের আনুকূল্য পেতে চাচ্ছেন।

পর্যবেক্ষক মহল পর্যবেক্ষণধর্মী এসব মন্তব্য করলেন চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে নিয়ে। তিনি গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে গায়েবি মামলা, রাজনৈতিক হয়রানি মামলাগুলো চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমাধান করবো।” তিনি আরো স্পষ্ট করে বলেন, “বিএনপি-জামাতের ভাইয়েরা! আমার ইঙ্গিতে বা নির্দেশে কোনো মামলা হয় নি।”

ড. শামসুল হক ভূঁইয়ার এই কথাগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা বলেন, এতোদিন আমরা যা বলেছি--এখন সেটাই প্রকাশ হলো। অবশেষে সত্য বের হয়ে আসলো। তাহলে এতোদিন যে তিনি এবং তাঁর অনুসারীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনার কথা বলতেন, এটা স্রোফ তাঁর ধোঁকাবাজি ছাড়া অন্য কিছুই নয়। তারা আরো বলেন, নিজে ভোট পাওয়ার জন্য ভোটারদের সাথেই যিনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন, নির্বাচিত হলে তিনি কী করবেন, সম্মানিত ভোটারদের সাথে কেমন আচরণ করবেন তা সহজেই অনুমেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়