রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর-৫ আসনে বিভক্ত আওয়ামী লীগই নির্বাচনের মাঠ গরম করছে

পাপ্পু মাহমুদ ॥
চাঁদপুর-৫ আসনে বিভক্ত আওয়ামী লীগই নির্বাচনের মাঠ গরম করছে

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে চাঁদপুর-৫ আসনটি গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসায় আওয়ামী লীগ তিনভাগে বিভক্ত। এই আসনটিতে টানা তিনবারসহ চারবার সংসদ সদস্য হিসেবে আছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি প্রথম নৌকার টিকিট পান ১৯৯৬ সালে। প্রথম নির্বাচনে জয়ী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সপ্তম (২০০১) জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেলেও বিএনপি প্রার্থী এমএ মতিনের কাছে পরাজিত হন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পান রফিকুল ইসলাম। তবে এবারই নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের সাথে লড়তে হচ্ছে তাঁকে। বর্তমান সংসদ সদস্যকে হারাতে আওয়ামী লীগের ২ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। তারা হলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন (ঈগল প্রতীক) এবং আওয়ামী লীগ নেতা ও ঢাকা কলাবাগান ক্রীড়াচক্রের সাবেক সভাপতি সফিকুল আলম ফিরোজ (ট্রাক প্রতীক)। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন প্রার্থীর জন্যে তিনভাগে বিভক্ত হয়ে নির্বাচনের মাঠ গরম রাখছেন।

চাঁদপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, জাসদের মোঃ মনির হোসেন মজুমদার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোটের মাঠে তেমন সাড়া ফেলতে পারেননি। তিনভাগে বিভক্ত আওয়ামী লীগই ভোটের মাঠ গরম রাখছে।

বর্তমান সংসদ সদস্যের পক্ষে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আ. স. ম. মাহবুব-আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক সদস্য হাজী জসিম, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, পৌর সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ পৌর যুবলীগ ও ছাত্রলীগের একাংশ রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মহন প্রমুখ।

স্বতন্ত্র প্রার্থী সফিকুল আলম ফিরোজের পক্ষে রয়েছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু মিজি, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি জুয়েল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম মিন্টু প্রমুখ।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী জানান, আমি নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছি, আওয়ামী লীগের বিপক্ষে নয়। স্বতন্ত্র প্রার্থী ফিরোজ ভাই আওয়ামী লীগের দুর্দিনের কর্মী। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়া সত্ত্বেও বর্তমান সংসদ সদস্য আমার সাথে কোনো যোগাযোগ করেননি। আওয়ামী লীগের সাথে তাঁর কোনো সমন্বয় নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়