রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিএনপির কোনো নেতা-কর্মী ভোটকেন্দ্রে যাবে না

----ইঞ্জিঃ মমিনুল হক

কামরুজ্জামান টুটুল ॥
বিএনপির কোনো নেতা-কর্মী ভোটকেন্দ্রে যাবে না

বিএনপির কোনো নেতা-কর্মী ভোটকেন্দ্রে যাবে না। ভোট প্রতিহত করতে যাবেন না। বিএনপি আগেই ভোট বর্জন করেছে। আমাদের কেউ ভোটকেন্দ্রে গেলে তার দায় নিজেকেই নিতে হবে, আমরা তাদের দায় নেবো না। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন বাস্তবায়নের প্রেক্ষিতে বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সোনাইমুড়ি গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক।

তিনি আরো বলেন, আমাদের অনেক নেতা-কর্মী জেলে রয়েছে, তাদের জামিন দেয়া হচ্ছে না। বিশেষ করে উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল অসুস্থ। হাইকোর্টের মাধ্যমে জামিন চাওয়া হলেও তার জামিন দেয়া হয়নি। ৭ তারিখের যে নির্বাচন হচ্ছে তার ফলাফলসহ মোটামুটি সরকার গঠন হয়ে গেছে। এখন শুধু বিরোধী দল নামে যে ক’জন নাটক করছে তাদের ভাগ্য নির্ধারণের জন্যে অপেক্ষা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় মমিনুল হক আরো বলেন, বিএনপির বহু নেতা-কর্মীকে পুলিশ হয়রানি করছে। তাদের বাড়ি-ঘরে ভাংচুর ও পরিবারের লোকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করছে। স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা চলাফরা করতে পারি না।

তিনি আরো বলেন, যেভাবে আমাদের দেশনেত্রীকে অহেতুক সাজা দেয়া হয়েছে, তেমনিভাবে ড. ইউনুসকেও আদালত সাজা দিয়েছে। দেশ কখন গণতন্ত্র থেকে মুক্তি পাবে? বিএনপি নেতা-কর্মীদের আমি বলবো, তারেক রহমান যেই গাইড লাইন আগামী ৭ তারিখ পর্যন্ত দিয়েছেন আপনারা সে মোতাবেক চলবেন। এই দেশের জনগণ ৭ তারিখের ডামি নির্বাচনে ভোটকেন্দ্রে যাবে না। দেশের স্বার্থে বিএনপির কোনো নেতা-কর্মীই ভোট কেন্দ্রে যাবে না। ভোটকেন্দ্রে যাওয়ার যেমনিভাবে অধিকার রয়েছে, তেমনিভাবে ভোট বর্জনেরও সাংবিধানিক অধিকার রয়েছে। আমরা ভোটকেন্দ্রে গিয়ে প্রশাসনের হয়রানির শিকার হতে চাই না। আমরা কেউ-ই ভোট কেন্দ্রে যাওয়া তো দূরে থাকুক, ভোটকেন্দ্রের কাছ দিয়েও যাবো না।

সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. এ. নাফের শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, পৌর সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, পৌর সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়